আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ডে কিউই তারকা টিম সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন কাটার মাস্টার। শনিবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এই কীর্তি গড়েন মুস্তাফিজ। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে মুস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডট ছিল ১১৩৫টি। আর শীর্ষে থাকা টিম সাউদির ডট ১১৩৮টি। এই কিউই পেসারকে ছাড়িয়ে শীর্ষে উঠতে ফিজের দরকার ছিল চারটি ডট। যদিও এই ম্যাচে শুরুর দুই ওভারে স্বভাবসুলভ বোলিং করতে পারেননি মুস্তাফিজ। তবে দ্বিতীয় ওভারে তৃতীয় ডট বল করে ছুঁয়ে ফেলেন সাউদিকে। ইনিংসের ১৬তম ওভারে নিজের করা দ্বিতীয় স্পেলের পঞ্চম বলে ১১৩৮তম ডট বলটি করে সাউদিকে স্পর্শ করেন তিনি। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলে ডট বল দিয়ে সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান এই পেসার।...