এশিয়া কাপের পরই বিরতি ছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার উভয় দলই একাদশে পরিবর্তন আনে। তাসকিন আহমেদ ও তানজিম সাকিবকে বিশ্রামে রেখে ফেরানো হয় শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। এর মধ্যে দুজনই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। আফগানদের পক্ষে ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৩৮ এবং রহমানউল্লাহ গুরবাজ ৩০ রান করেন। আগে ব্যাটিংয়ে নেমে উইকেট ধরে রাখলেও আফগানিস্তানের শুরুটা ছিল ধীরগতির। তাদের সেভাবে হাত খুলে মারতে দেননি শরিফুল-মুস্তাফিজ-নাসুমরা। পাওয়ার প্লের ৬ ওভারে আফগানদের স্কোরবোর্ডে জমা হয় ৩৫ রান। এরপর রানের গতি যখন বাড়াতে শুরু করেন ইব্রাহিম জাদরান ও সেদিকউল্লাহ আতাল, তখন সেদিককে বাউন্ডারিতে ক্যাচ বানিয়ে ফেরান রিশাদ হোসেন। ১৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৩ রান করেন তরুণ এই ওপেনার। ১০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬৯ রান।...