রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। শুক্রবার কাওরান বাজার থেকে তোলা কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নিত্যপণ্যের বাজারে ফের বেড়েছে সব ধরনের শাক-সবজির দাম। দাম বেড়ে খুচরা বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকায়। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে শাক-সবজির দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। তবে দাম কমে স্বস্তি রয়েছে আলুর বাজারে। প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ১৮-২০ টাকায়। স্বল্প আয়ের মানুষের কাছ সহজলভ্য এখন আলু। এদিকে বাজারে আরেকদফা দাম বেড়েছে ভোজ্যতেল, মশুর ডাল ও মুরগির। তবে দাম কিছুটা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬৫-৮০ টাকায়। এছাড়া চাল, আটা, চিনি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। তবে কমেনি ইলিশের দাম। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, খিলগাঁও সিটি করপোরেশন কাঁচা বাজার ও...