জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান বলেছেন, আগামীর বাংলাদেশ নির্মাণে ক্রীড়ার কোনো বিকল্প নেই। ক্রীড়া মানুষকে সামাজিক করে তোলে, ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মতপার্থক্য ও মতভেদ থাকলেও দিন শেষে সবাই একসঙ্গে মাঠে খেলতে এবং চা-আড্ডায় অংশ নিতে পারে। এই সংস্কৃতিই আমাদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, গত ১৫ বছরে আমাদের সংস্কৃতি ধ্বংস করা হয়েছে, সমাজকে ভেঙে দেওয়া হয়েছে। এই ভেঙে যাওয়া সমাজ আমাদেরই চেষ্টায় পরিবর্তন করতে হবে। আমরা এমন এক সমাজ তৈরি করব, যেখানে একজন আহত হলে অন্যজন ব্যথিত হবে, একজনের শরীর কেটে গেলে অন্যজনেরও কষ্ট লাগবে। তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছি— ইউটিউব-ফেসবুক ছেড়ে খেলার মাঠে নামুন। খেলার মাঠই আপনাকে বিশ্ব দরবারে তুলে ধরবে, আপনাকে গড়ে তুলবে একজন বিশ্ব নাগরিক...