রাতের নিরবতা সৃজনশীল চিন্তার জন্য আদর্শ সময়। দিনের বেলা আমাদের চারপাশে এত কোলাহল, ব্যস্ততা আর নানা রকম দায়িত্বের ভিড়ে যে নিজের মতো করে চিন্তা করার অবকাশ খুব একটা পাওয়া যায় না। কিন্তু রাত নামার পর পৃথিবী যেন ধীরে ধীরে থেমে যায়, মানুষজন বিশ্রামে যায়, যানবাহনের শব্দ কমে আসে, আকাশে অন্ধকার নেমে চারপাশ ঢেকে ফেলে শান্ত এক আবহ। এই নীরব পরিবেশ মানুষের মনের ভেতরে বিশেষ এক ধরনের প্রশান্তি তৈরি করে। সেই প্রশান্তিই চিন্তার নতুন দরজা খুলে দেয়, যা দিনের ব্যস্ততার মধ্যে সম্ভব হয় না। সৃজনশীলতা এমন এক জিনিস যা কখনো জোর করে আনা যায় না। এটি জন্ম নেয় মানসিক স্বস্তি, মনোযোগ আর গভীর চিন্তার মধ্যে। রাতের নিরবতা ঠিক সেই পরিবেশটাই দেয়। তখন আর বাইরে কোনো তাড়া থাকে না, ফোন বেজে ওঠে...