খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, জামায়াত ক্ষমতার লোভে এবছর দুর্গামন্ডপে গেছে। সেখানে গিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে এবং সামনে ভোটকে কেন্দ্র করে ফতোয়া গুরিয়েছে। অথচ তারা সারাজীবন বলেছে, হিন্দুদের পূজায় অংশ নেওয়া গুনাহের কাজ। খায়ের ভুঁইয়া বলেন, বিএনপি সকল ধর্মের লোককে সঙ্গে নিয়ে রাজনীতি করে। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোতে হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছেন। বিএনপি জাতীয়তাবাদ ও গণতন্ত্রে বিশ্বাসী। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি টুমচর আসাদ একাডেমী স্কুল এন্ড কলেজের হলরুমে শ্রমিকদলের সদর পশ্চিম শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। খায়ের ভুঁইয়া আরও বলেন, বিএনপি সরকারের আমলেই শ্রমিকদের মঞ্জুর কমিশন, বেতন, উৎসব বোনাস, কর্মঘন্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। সেই আধুনিকায়নের ছোঁয়ায় দেশের...