ঢাবির চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চারুকলার ৫০তম ব্যাচের শিল্পীদের আঁকা প্রদর্শনীর ছবি দেখছেন দর্শনার্থীরা প্রায় ২৭ বছর আগের কথা। সময়টা ছিল ১৯৯৮ সাল। চারুশিল্পের দীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হন একঝাঁক তরুণ-তরুণী। তারা এসেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সেই সুবাদে একেকজনের কথা বলার ভঙ্গি থেকে চিন্তার ধরন কিংবা জগত সম্পর্কে ছিল পৃথক ধারণা। তবে পার্থক্য যতই থাকুক; দুই বিষয়ে তাদের খুব মিল ছিল। এক হচ্ছে সবারই বয়স প্রায় এক। দ্বিতীয় হচ্ছে তারা সবাই ছবি আঁকতে ভালোবাসত। ডিজাইন, ফর্ম, আকার-আকৃতি এসব তাদের ভীষণ টানত। পরবর্তীতে চারুকলার পড়া শেষে কেউ সম্পৃক্ত থাকেন শিল্পের ভুবনে, কেউবা অনিয়মিত হয়ে শিল্পজগতে/ভুবনে। সাতাশ বছর পরে পুনরায় তারা মেতে উঠেছেন শিল্প সৃজনের তাগিদে। জলরং,, তেলরং, অ্যাক্রেলিকসহ নানা মাধ্যমের আশ্রয়ে রাঙিয়েছেন ক্যানভাস। বিবিধ বিষয়ের সেসব ছবি...