ট্রি-ট্রি-ট্রি, প্রিট প্রিট বা ব্রিট ব্রিট এমন করে ধ্বনি তোলে। অবাক হওয়ারই কথা এ কেমন হাঁকডাক। এমন শব্দ কোনো প্রাণীর হতে পারে- এমন প্রশ্ন এসেই যায়। এটি একটি বিস্ময়কর এক পাখির ডাক। ছোট্ট সুন্দর পাখিটি খানিকটা লাজুক প্রকৃতির। আকারে বোধহয় চড়–ই পাখির সমানই হতে পারে। এই পাখির নাম মুনিয়া। বাংলাদেশের উত্তরাঞ্চলের গ্রামে গ্রামে এই পাখির অবাধ বিচরণ দেখতে পাওয়া যায়। মুনিয়ারা সাধারণত দল বেঁধে, কখনো বা জোড়া বেঁধে চলে। নদীর ধারে কাশবনে, ফসলের খেতে, খোলা মাঠের ঘাসবনে মুনিয়াদের দেখা মেলে। মাটিতে হাঁটতে কষ্ট হয় মুনিয়াদের। তাই তারা লাফিয়ে লাফিয়ে চলে। গাছের ডালে বসে জোড়ায় জোড়ায় গায়ের...