এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চমকপ্রদ পারফরম্যান্সে সাইফ হাসানের সামনে খুলে গেল সম্ভাবনার নতুন দুয়ার। বাংলাদেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান প্রথমবার সুযোগ পেলেন ওয়ানডে দলে। লিটন কুমার দাসের চোটে দলে ফিরলেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলার সময় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বিসিবি। সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে এই সিরিজে পরিবর্তন ওই দুটিই। সাইফকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। এশিয়া কাপ থেকে চোট নিয়ে দেশে ফেরা লিটন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর খেলতে পারছেন না ওয়ানডে সিরিজেও। লিটনের ওয়ানডে পারফরম্যান্স অবশ্য অনেক দিন ধরেই ভালো নয়। সবশেষ ১৫ ইনিংনে তার ফিফটি নেই। সবশেষ আট ইনিংসে দু অঙ্ক ছুঁতে পারেননি, এর চারটিতে কাটা পড়েছেন শূন্যতে। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ওয়ানডেতে অভিষেক সিরিজে খারাপ করেননি পারভেজ।...