যুক্তরাষ্ট্রের হেরিটেজ ফাউন্ডেশনের অ্যালিসন সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটির কৌশলগত প্রতিরোধ বিশেষজ্ঞ রবার্ট পিটার্স সতর্ক করেছেন, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার পুরনো। এগুলো রাশিয়া ও চীনকে মোকাবেলায় অপর্যাপ্ত।পিটার্সকে উদ্ধৃত করে ফক্স নিউজ জানিয়েছে, প্রায় ১ হাজার ৭৫০টি কার্যকরী (মোতায়েন করা) পারমাণবিক ওয়ারহেডের মার্কিন অস্ত্রাগার দেশটিকে এমন এক সময়ে ঝুঁকিপূর্ণ করে তুলেছে – যখন মস্কো, বেইজিং ও পিয়ংইয়ং দ্রুত গতিতে তাদের অস্ত্রাগার সম্প্রসারণ করছে।বিশেষজ্ঞ উল্লেখ করেন, ‘আমাদের কাছে যে নতুন ওয়ারহেড আছে, তা ১৯৮৯ সালে তৈরি করা হয়েছিল।’তিনি বলেন, ‘আমাদের কাছে এখন যে শক্তির আকার আছে… এটি ছিল ২০১০ সালে প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় থাকাকালীন তৈরি করা একটি শক্তির নকশা। ২০১০ সালে অনুমান করা হয়েছিল, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আর কোনো প্রকৃত প্রতিযোগিতা থাকবে না এবং চীন পারমাণবিক ক্ষেত্রে প্রকৃত খেলোয়াড়ও নয়।’প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন...