চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করার অভিযোগে ইউনিয়ন আমীর মাওলানা ইলিয়াস হোসেনের রুকনিয়াত (সদস্যপদ) তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন আমীরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিলাল হোসেন মিয়াজী বিষয়টি লিখিতভাবে নিশ্চিত করেন। তিনি জানান, সংগঠনের নৈতিক আদর্শ ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।জেলা আমীর আরও বলেন, “জামায়াত ইসলাম একটি আদর্শভিত্তিক সংগঠন। কোনো সদস্য যদি সংগঠনের নীতি-নৈতিকতার পরিপন্থী কাজ করে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই ইউনিয়ন আমীর ইলিয়াস হোসেনের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ চলছে।”এ ঘটনায় স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরে আলোচনা...