২০- দফা গাজা শান্তি পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প হামাসকে প্রস্তাব মেনে নিতে রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছেন। নইলে গাজা আরও সহিংসতায় পড়বে বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। ট্রুথ সোশ্যাল-এ ৩২৯ শব্দের দীর্ঘ এই পোস্টে ট্রাম্প লিখেছেন, “যদি এই ‘শেষ সুযোগ’ এর (গাজা যুদ্ধবিরতি) চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে হামাসের বিরুদ্ধে এমন সব নরক নেমে আসবে যা আগে কেউ কখনও দেখেনি। মধ্যপ্রাচ্যে একভাবে না হলে অন্যভাবে শান্তি আসবে।” ট্রাম্প পোস্টে হামাসকে ‘বেপরোয়া ও সহিংস হুমকি’ বলে নিন্দা করেন এবং শান্তি প্রস্তাব মেনে নিতে তাদেরকে এই আল্টিমেটাম দেন। গাজায় শান্তি প্রতিষ্ঠার ২০ দফা পরিকল্পনাকে হামাসের আলোচনার...