চলমান টি-টোয়েন্টি সিরিজের পর চলতি মাসে আবুধাবিতে হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে দুটি পরিবর্তন হয়েছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন দাস। আর বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। সাইফ সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ করছেন। সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই ২৬ বছর বয়সী এই ক্রিকেটার জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। এশিয়া কাপে ৪ ম্যাচে ১৭৮ রান করেন সাইফ। এদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ পাঁচ ক্রিকেটার- নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা আজ শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।...