গতকাল বৃহস্পতিবার দুর্গাপূজার বিজয়া উপলক্ষে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা ইয়াশ রোহান। ছবিতে তাঁকে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরই কটাক্ষের শিকার হন এ অভিনেতা। কিছু ব্যবহারকারী ছবিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। ইয়াশকে সমর্থন জানাতে এগিয়ে আসেন দেশের বিনোদন অঙ্গনের সহকর্মী ও সাধারণ দর্শকেরাও। তাঁদের বক্তব্য, ধর্মীয় কারণে কোনো শিল্পীকে আক্রমণ করা দুঃখজনক। মেহজাবীন চৌধুরী তাঁর ফেসবুকে লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ, সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’এদিকে অভিনেতা আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান...