নাসির হোসেন ও এনামুল হক ভিন্ন দুই ম্যাচে জেতালেন নিজ নিজ দলকে। এনসিএল টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার সিলেট একাডেমি মাঠে নাসিরের অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামকে পাঁচ উইকেটে হারিয়েছে রংপুর। চট্টগ্রামের ১৩৯ রানের লক্ষ্য রংপুর তাড়া করেছে দুই ওভার হাতে রেখে। চট্টগ্রামের ইরফান শুক্কুর ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ইয়াসির আলী। রংপুরের পেসার আব্দুল গাফফার নেন তিন উইকেট। নাসির অফ স্পিনে চার ওভার হাত ঘুরিয়ে ৩৮ রানে নেন এক উইকেট। আরও পড়ুনআরও পড়ুনসাকিবের পর মাশরাফিকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা জবাবে রংপুর ১২ রানেই হারিয়ে ফেলে ওপেনার অনিক সরকারের উইকেট। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন জাহিদ জাভেদ ও নাসির। ৩২ বলে ৩৯ রান করেন জাহিদ। ৩২ বলে নাসির করেন ৪৩ রান। পাঁচ উইকেট হারিয়ে ফেলার পর...