শুক্রবার(০৩অক্টোবর) বিকাল ৫ টায় আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আন্দিলিল গ্রামে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন আমি সকল উপজেলায় গিয়েছি সব চেয়ে অবহেলিত উপজেলা আশুগঞ্জ সরাইল,এই উপজলায় এমপি মন্ত্রী ছিলো, সরকার বরাদ্দ ঠিকই দিয়েছে, বরাদ্দ তাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট তৈরী হয়েছে।জামায়াতের কোনো স্তরের নেতাকর্মী চাঁদাবাজী দুর্নীতি করে না,মানুষের সম্পদ মেরে খায় না,কেউ প্রমাণ করতে পারবে না জামায়াতের নেতাকর্মী চাঁদাবাজী করেছে। সচেতন নাগরিক,শিক্ষিত সমাজ সিদ্ধান্ত নিয়েছে একটি উন্নত সোনার বাংলা গড়ার জন্য একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে ছাত্রশিবিরের বিকল্প নাই,ছাত্রশিবিরের কাছে নিরাপদ তাই তারা ডাকসু নির্বাচনে শিবির কে বিজয়ী করেছে।আগামী দিনে জামাতে ইসলালী এমন দেশ গঠন করবে...