খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।’ আজ শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রণধীর জয়সওয়াল। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের সাংবাদিক সাহিল পান্ডে ব্রিফিংয়ে প্রশ্ন করেন, ‘স্যার, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়িতে সহিংসতা ঘটেছে ভারত ও ফ্যাসিস্ট গোষ্ঠীর মদদে। এ বক্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। যেমনটি আপনি জানেন এবং আমরা বেশ কয়েকবার এ সম্পর্কে কথা বলেছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন...