দৃশ্যধারণের ছয় বছর পর প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। ২০২১ সালে শুটিং শেষ হলেও নানা কারণে আটকে ছিল এর মুক্তি; এবার সেটিই প্রেক্ষাগৃহে আসছে আগামী ১৭ অক্টোবর। সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী গ্লিটজকে বলেন, “২০১৯ সালের শেষের দিকে শুটিং শুরু করে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে দুই বছর সময় লেগে যায়। “এরপর বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু কোভিড মহামারী, ঈদের সময় অনেক সিনেমার প্রতিযোগিতা এবং দেশের পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে পিছু হটতে হয়েছে।” মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে পরিচালক বলেন, “পোস্টার, হল বুকিং, মার্কেটিংসহ মুক্তির সব প্রস্তুতি আমাদের সম্পন্ন। ১৭ অক্টোবর দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এই সিনেমার পর পপি আর কোনো সিনেমা করেনি। তাই ‘ডাইরেক্ট অ্যাটাক’ দর্শকদের জন্য পপির...