গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহরে বাধা দেয়ায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ইসরায়েলি কূটনৈতিক অফিসের সামনে প্রতিবাদ-বিক্ষোভ গাজায় ত্রাণ বহনকারী নৌবহর আটকের পর সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় (জিএসএফ) যারা ছিলেন তাদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে তাদের নিজ দেশে ফেরানো হবে। প্রথম নৌকাটিকে গাজার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় থামানো হয়, অন্যগুলোকে আরও কাছাকাছি জায়গায় আটকানো হয়। ইসরায়েল সে এলাকায় নজরদারি চালাচ্ছে, যদিও সেখানে তাদের এখতিয়ার নেই। ইসরায়েল জানিয়েছে, তাদের নৌবাহিনী নৌযানগুলোকে সতর্ক করেছিল যে তারা ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রের কাছে প্রবেশ করছে এবং বৈধ নৌ অবরোধ লঙ্ঘন করছে।’ তবে জিএসএফ-এর দাবি, ইসরায়েলের এই পদক্ষেপ ‘প্রতিরক্ষামূলক নয়, বরং মরিয়া হয়ে নেয়া আগ্রাসী পদক্ষেপ।’...