নেটিজেনদের বাজে মন্তব্য, অশ্লীল ভাষা ওভুয়াপ্রোফাইলের মাধ্যমে কটূক্তি করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে মেহজাবীন স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।’ পোস্টের শেষ দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’ উল্লেখ্য, এর আগে কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেইকের মতো বিষয় নিয়ে সচেতনতা তৈরি করেছিলেন মেহজাবীন। তবে এবার সরাসরি সোশ্যাল মিডিয়ার অশালীন মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিলেন তিনি। যদিও মন্তব্যেরঘরবন্ধথাকায়কেউসরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেননি, তবুও তাঁর এই অবস্থানকে ভক্তরা সাধুবাদ জানাচ্ছেন। পোস্টটি ঘিরে অনলাইনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার...