গাজায় মানবিক ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি দখলদার বাহিনীর বাধা, গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় তারা নৌবহরের গ্রেফতার মানবাধিকারকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানায়। সমাবেশে তারা স্লোগান দেয়, ‘ফ্লোটিলা রক্ষা করো—ফিলিস্তিনকে মুক্ত করো।’ শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। মিছিল-পূর্ব সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। বক্তারা জরুরি ত্রাণ-সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাওয়ার পথে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র গ্রেফতার করা ক্রু এবং নৌবহরটিতে থাকা মানবাধিকারকর্মীদের মুক্তির দাবি জানান। একই স্থান থেকে...