০৩ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম উত্তর : প্রথমেই বুঝতে হবে মাসলাক বলতে আমরা কী বুঝি। মাসলাক অর্থ যদি স্বতন্ত্র শৃঙ্খলা ও রুচিবোধ হয়, তাহলে এর সুযোগ ইসলামে আছে। আর যদি মাসলাক অর্থ বিচ্ছিন্নতা ও গ্রুপিং হয়, তাহলে এটি পছন্দনীয় বিষয় নয়। যেমন, প্রতিরক্ষা বিভাগে সবাই রাষ্ট্রের জন্য কাজ করেন। কিন্তু বিমান, নৌ ও সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি প্রভৃতির মাসলাক বা নিজস্ব বিধি বিধান ও শৃঙ্খলা আলাদা আলাদা। এ বৈচিত্র্যকে বিরোধ বলা হয় না। মূল লক্ষ্য সবারই এক। দেশ ও নাগরিকদের সুরক্ষা ও সেবা। মহান ইসলামেরও বিভিন্ন কাজে নিযুক্ত শ্রেণী বা অংশের বিভিন্নতাকে মাসলাক বলা হয়। এই অর্থে মাসলাক খারাপ কিছু নয়। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া,...