মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির জন্য তাঁর শান্তি পরিকল্পনা মেনে নিতে হামাসকে আগামী রোববার ওয়াশিংটন ডিসি সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়সীমার মধ্যে হামাস রাজি না হলে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে ‘ভয়ঙ্কর পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রোববার সন্ধ্যা ৬টায় পর্যন্ত সময়, হামাসকে একটি চুক্তি অবশ্যই সম্পন্ন করতে হবে। প্রতিটি দেশ এতে স্বাক্ষর করেছে! যদি এই চুক্তিতে না পৌঁছানো যায়, তবে হামাসের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর পরিণতি হবে, যা কেউ কখনও দেখেনি। এই অঞ্চলে কোনো নো কোনোভাবে শান্তি আসবেই।’ চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে এই পরিকল্পনাটি উন্মোচন করেছিলেন। প্রায় দুই বছরের সংঘাতের পর ইসরায়েল ও গাজার জন্য আনা তাঁর এই শান্তি চুক্তি এখনও পর্যন্ত ফিলিস্তিনি গোষ্ঠীটির...