ইসরাইলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি।এতে বলা হয়েছে, ইসরাইলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা।এদিকে ইসরাইলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে রওনা হয়েছে আরও ১১টি জাহাজ। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলা গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত দুই বছরে ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ৪২ হাজারের বেশি মানুষ চিরতরে পঙ্গু হয়ে গেছে। এদের প্রতি চারজনের একজনই শিশু।গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরাইলি হস্তক্ষেপে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠার পর শুক্রবার দেশে দেশে বিক্ষোভ হয়েছে। খবর বিবিসি, আনাদোলু এজেন্সি ও...