নাম, যশ, খ্যাতি সবই পেয়েছেন চলচ্চিত্রের বহুল চর্চিত অভিনেত্রী পরীমনি। এমনকি ব্যক্তিগতসহ নানা ইস্যু নিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। পরীমনির মূল পরিচয় তিনি একজন চিত্রনায়িকা। ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, তার সবগুলোই চলে গেছে ফ্লপের তালিকায়। তবে বাণিজ্যিক সিনেমায় না হলেও মনঃস্তাত্ত্বিক কিংবা তথাকথিত বিকল্প ধারার সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ সবকিছুতেই যেন পরীমনি আলোচনার একটি নাম। বিজ্ঞাপন, ফটোশূট করেও সুনাম কুড়ান এই নায়িকা। ঢালিউড তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি ১৬ মিলিয়ন অনুসারী যার, সেই চিত্রনায়িকা পরীমনি এবার আসছেন জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ১০ম পর্বে। আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে বিশেষ এই পর্বটি।এই পর্বে প্রায় ১০০ মিনিট পরীমনি এমনকিছু...