মৌসুমের শুরুটা হয়েছিল বড় জয় দিয়ে। এরপরই টানা দুই ম্যাচে হার। ব্যর্থতার সেই অধ্যায় পেছনে ফেলে এখন বেশ ছন্দে আছে ম্যানচেস্টার সিটি। দলের এমন উন্নতিতে ভীষণ খুশি ইংলিশ ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা। গত মৌসুমটা বাজে কেটেছিল সিটির। ঘুরে দাঁড়ানোর অভিযানে গত অগাস্টে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় তারা; ৪-০ গোলে উড়িয়ে দেয় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। কিন্তু ওই মাসের শেষ দিকে পরপর দুটি লিগ ম্যাচে ধাক্কা খায় দলটি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে হারের পর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ম্যাচে পায় ২-১ ব্যবধানে পরাজয়ের তেতো স্বাদ। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পর নিজেদের নতুন করে মেলে ধরে সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে অপরাজিত আছে তারা। যেখানে চারটিতে জিতেছে গুয়ার্দিওলার দল, ড্র করেছে লিগে আর্সেনাল ও চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে।...