ত্রাণ নিয়ে গাজার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ২০ জনেরও বেশি সাংবাদিককে আটক করেছে ইসরায়েল। শুক্রবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এই ঘটনার নিন্দা জানিয়েছে। প্যারিসভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ২০ জনেরও বেশি বিদেশী সাংবাদিক ছিলেন। তারা গত মাসে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।আরো পড়ুন:বাগেরহাটে ছুরিকাঘাতে সাংবাদিক হায়াতকে হত্যাসাংবাদিক শহীদ রানার বাবার ইন্তেকাল আরএসএফ জানিয়েছে, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী গাজার দিকে যাত্রা করা রাজনীতিবিদ ও অধিকারকর্মীদের বহনকারী নৌকাগুলোকে বাধা দিতে শুরু করে এবং ওই সময় সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়। ৪৫০ জনেরও বেশি লোক বহনকারী জাহাজগুলোকে ইসরায়েলি নৌবাহিনী গাজা উপত্যকায় পৌঁছাতে বাধা দিয়েছে।...