সিরিজ জয়ের লক্ষ্যে টানা দ্বিতীয় দিন আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই টাইগার বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরে। সেই ধারা শেষ পর্যন্ত ধরে রেখেছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলামরা। ফলে ওপেনারদের পর আর কোনো জুটিতেই আফগানরা বড় রান পায়নি। শেষ পর্যন্ত ২০ ওভারে তারা ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছে।বিরতি ছাড়াই দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজকের (শুক্রবার) ম্যাচটিতে উভয় দলই একাদশে পরিবর্তন আনে। তাসকিন আহমেদ ও তানজিম সাকিবকে বিশ্রামে রেখে ফেরানো হয় শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। এর মধ্যে দুজনই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। আফগানদের পক্ষে ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৩৮ এবং রহমানউল্লাহ গুরবাজ ৩০ রান করেন।এর আগে, আফগানদের হারানো প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদকে বাদ দিয়েছে বাংলাদেশ।...