ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ চলছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে। আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। সবকিছু বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত। শুক্রবার,(০৩ অক্টোবর ২০২৫) ঢাকার গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বিদেশি একটি গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকারকে মানুষ পাঁচ বছর চায়, এমন কথা উত্থাপন না করলেও পারতেন প্রধান উপদেষ্টা।’ গত বছর আগস্টে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে হাসিনা...