আইনসভায় ভারত থেকে আসা শরণার্থীদের কোটা বাতিলসহ ৩৮ দাবি আন্দোলনকারীদের পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিক্ষোভে নিরাপত্তাবাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে পাকিস্তান-শাসিত কাশ্মীরে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। অঞ্চলজুড়ে চলছে টানা চতুর্থ দিনের হরতাল ও অবরোধ। এখন পর্যন্ত সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত নয়জন, যাদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন। আহত হয়েছেন অসংখ্য বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী। এই উত্তাল পরিস্থিতির পেছনে রয়েছে দীর্ঘদিনের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অসন্তোষ, যার বিস্ফোরণ ঘটেছে “জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি” বা জেএএসি নামে একটি জোটের নেতৃত্বে। এই সংগঠনটি ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত, যার নেতৃত্ব দিচ্ছেন অ্যাকটিভিস্ট শওকত নওয়াজ মীর। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন পুরো আজাদ জম্মু ও কাশ্মীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মুজাফফরাবাদসহ একাধিক জেলার বাজারঘাট, দোকানপাট, গণপরিবহন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।...