নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের জন্য সর্বাধিক আলোচিত বিষয় হলো শেয়ারের টেকনিক্যাল সিগন্যাল। কারণ, এগুলো অনেক সময় কোম্পানির আর্থিক প্রতিবেদন বা বাজারের সামগ্রিক পরিস্থিতির আগেই সম্ভাব্য ট্রেন্ড সম্পর্কে ধারণা দেয়। সর্বশেষ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৯টি কোম্পানির শেয়ারে একসাথে তিনটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সিগন্যাল—মুভিং এভারেজ, MACD এবং এঙ্গালফিং প্যাটার্ন—গঠিত হয়েছে। স্টকনাও এই তথ্য নিশ্চিত করেছে। এই ৯টি কোম্পানি হলো: এবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং রিংশাইন টেক্সটাইল। • মুভিং এভারেজ মূলত শেয়ারের নির্দিষ্ট সময়ের গড় মানকে বোঝায়। সবচেয়ে জনপ্রিয় হলো ৫০ দিনের ও ২০০ দিনের মুভিং এভারেজ। • যদি কোনো শেয়ারের দাম ৫০ দিনের মুভিং এভারেজের উপরে উঠে যায়, সেটি স্বল্পমেয়াদি বুলিশ সিগন্যাল হিসেবে ধরা...