আশা করা হচ্ছে আসন্ন বাজাজ সিএনজি বাইকের মাইলেজ হবে ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ। এই বাইকে বিদ্যমান ১১০ সিসি ইঞ্জিন ব্যবহার করা হতে পারে, যা বর্তমানে প্লাটিনা ১১০ সিসি এবং সিটি ১১০এক্স মডেলে দেখা যায়। পেট্রোলে এই ইঞ্জিন ৮.৬ পিএস পাওয়ার এবং ৯.৮১ এনএম টর্ক উৎপন্ন করে। এবারের মডেলে 6-স্পিড গিয়ারবক্স থাকবে। তবে পারফরম্যান্সের জন্য ১২৫ সিসি ইঞ্জিন ব্যবহারের কথাও ভাবা হচ্ছে, যা বর্তমানে বাজাজ সিটি ১২৫এক্স-এ পাওয়া যায়। কারণ সিএনজি সাধারণত পেট্রোলের তুলনায় কম শক্তি উৎপন্ন করে। মিডিয়া রিপোর্টে...