বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৪৭ রান করেছে তারা। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পাওয়া বাংলাদেশের সিরিজ নিশ্চিত করতে চাই ১৪৮ রান। শুক্রবার শারজা ক্রিকেটে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। তাসকিন আহমেদ এবং তানজিম সাকিবের জায়গায় এই ম্যাচে একাদশে প্রবেশ করেন শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন। সুযোগ পেয়ে তারা দুজনই নিয়ন্ত্রিত বোলিং করেছেন। এর মধ্যে শরিফুল ৪ ওভার বল করে ১৩ রান খরচায় ঝুলিতে পুরেছেন ১ উইকেট। সাইফউদ্দিন উইকেট না পেলেও ৪ ওভারে ২২ রানের বেশি খরচ করেননি। আরও পড়ুনআরও পড়ুনসাকিবের পর মাশরাফিকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা এদিকে বল হাতে ৪ ওভারে ৪৫ রান দিলেও ম্যাচে বাংলাদেশকে প্রথম...