ইসরাইলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংগঠন ‘টু ব্রেক দ্য সিজ অব গাজা’। বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলা জাহাজের কয়েকজন কর্মী আটক হওয়ার পর থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা দিয়েছেন। সংগঠনটির দাবি, অভিযাত্রীদের মুক্তি ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি না দেওয়া পর্যন্ত এই অনশন চলবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরাইলি নৌবাহিনী। এসময় জাহাজগুলোতে থাকা ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করা হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনবাধা পেয়েও নতুন করে ৯ জাহাজ যাচ্ছে গাজা অভিমুখে মানবিক সহায়তা নিয়ে গাজায় পৌঁছানো এবং ইসরাইলের আরোপিত অবরোধ ভাঙার উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছিল ফ্লোটিলাটি। কিন্তু ইসরাইলি...