নাম পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, যাতে সভাপতি নির্বাচিত হয়েছেন এতদিন প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করা হাসনাত কাইয়ূম। সংগঠন থেকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা দলটির নামে ‘বাংলাদেশ’ যুক্ত করে ‘বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন’ করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর জোয়ার সাহারার এসএকে সেন্টারে বিশেষ প্রতিনিধি সম্মেলনে এসব সিদ্ধান্ত আসার তথ্য রাতে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। ২০১২ সালের গণতান্ত্রিক সংবিধান আন্দোলন হিসেবে কার্যক্রম শুরু করা সংগঠনটি ২০২১ সালে দল হিসেবে আত্মপ্রকাশ করে। শুক্রবারের কাউন্সিলে নির্বাচিত নতুন নির্বাহী কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যদের নাম পরে জানানো হবে দলের তরফে জানানো হয়েছে। সম্মেলনে দেশব্যাপী দলের ১৩০ কমিটির প্রায় ২০০ প্রতিনিধি যোগ দেন। এতে স্বাগত বক্তব্য দেন দলের নব নির্বাচিত সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেন, “২০১২ সালে সংবিধানের...