০৩ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করতে ১৪৮ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেটে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান তুলতে পারে ৫ উইকেটে ১৪৭ রান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট হাতে রেখেও শেষ দিকে ঝড় তুলতে পারেনি আফগানরা। একাদশে ফেরা শরিফুল ইসলাম ৪ ওভারে স্রেফ ১৩ রান দিয়ে নেন ১ উইকেট। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি শিকার ধরেন নাসুম আহমেদ। লিমাদ হোসেন ছিলেন খরুচে। তবে ৪৫ রান দিলেও সময়মত তুলে নেন ২ উইকেট। উইকেট না পেলেও দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ২২ রান দেন একাদশে ফেরা মোহাম্মাদ সাইফউদ্দিন। ১৯তম ওভারে একটি ছক্কা হজমের পরও দেন কেবল ৯ রান। মুস্তাফিজুর রহমান এদিন...