সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিপ্রতি ১০০ টাকার বেশি। টানা বৃষ্টিকে কারণ হিসেবে তুলে ধরে আগের চেয়ে আরও চড়েছে শাক-সবজির দরও। শুক্রবার রাজধানীর সাত তলা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আগের সপ্তাহে ২০০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচের এদিনের দর ছিল মান ভেদে ৩২০ থেকে ৩৫০ টাকা। এক লাফে এতটা দর বাড়ার কারণ হিসেবে সাত তলা কাঁচাবাজারের সবজি বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মরিচগাছের ক্ষতি হয়েছে। যে কারণে কৃষক পর্যায়েই দাম বেড়েছে। বাধ্য হয়েই আমাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।” কিছুটা দূরের মহাখালী কাঁচাবাজারের সবজি বিক্রেতা ওলিউর রহমান বলেন, “কারওয়ান বাজার থেকে কাঁচামরিচ কিনেছি বাড়তি দামে। তাই বিক্রিও বাড়তি। কী কারণে দাম বেড়েছে জানা নেই। তবে বৃষ্টির জন্য...