বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামালের ইনজুরির ছায়া যেন কাটছেই না। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের পরই আবারও চোটের পুরনো সমস্যা ভোগাচ্ছে তাকে। কাতালান ক্লাবটির বিবৃতি অনুযায়ী, পিউবিক হাড়ে অস্বস্তি ফের জেগে ওঠায় ইয়ামালকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।এর ফলে সেভিয়ার বিপক্ষে এই সপ্তাহের লা লিগা ম্যাচেও তিনি থাকছেন না। শুধু তাই নয়, সন্দেহ রয়েছে জিরোনা ও অলিম্পিয়াকোসের বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও। এমনকি স্পেন জাতীয় দলে ডাক পেলেও আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তাকে পাওয়া যাবে না।শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি এই ১৮ বছর বয়সী উইঙ্গার। যদিও পিএসজির বিপক্ষে ৯০ মিনিট খেলার পর ইয়ামালের শরীরিক অবস্থা একেবারেই স্বস্তিদায়ক ছিল না। চিকিৎসকরা পর্যালোচনা করেই নিশ্চিত করেন, পুরনো ইনজুরিই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।এমন চোট আগে তাকে ভোগাতে হয়েছে। মৌসুমের শুরুতে ভ্যালেন্সিয়া,...