নির্বাচন কমিশনের (ইসি) না সত্ত্বেও দলীয় প্রতীক হিসেবে কেন ‘শাপলা’ চাওয়া হচ্ছে, তার ব্যাখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বরাত দিয়ে এ সংক্রান্ত ব্যাখ্যাটি শুক্রবার,(০৩ অক্টোবর ২০২৫) নিজেদের ফেইসবুক পেইজে শেয়ার করছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলটির অনেক নেতাকর্মী। ব্যাখ্যায় গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর থেকে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এনসিপির নেতাদের সময়ে সময়ে বৈঠক ও যোগাযোগের সূত্র তুলে ধরা হয়। নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের তালিকায় প্রতীক যুক্ত করতে কমিশন একটি কমিটি গঠন করে এবং সংশ্লিষ্ট কমিটি মোট ১৫০টি প্রতীক অন্তর্ভুক্ত করার জন্য চূড়ান্ত খসড়া প্রস্তুত করে। কমিটির একজন সদস্যের সঙ্গে এনসিপির একটি প্রতিনিধি দল গত ৪ জুন নির্বাচন কমিশনে বৈঠক করেন। বৈঠকে তিনি চূড়ান্ত তালিকায় ‘শাপলা’ প্রতীক থাকার...