আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতলেও গতকাল সেই একাদশ থেকে দুটি পরিবর্তন এনে মাঠে নামেন জাকের আলীরা। তাসকিন আহমেদ ও তানজিম হাসানের জায়গায় একাদশে ঢোকেন সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক জাকের। শারজায় আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৪৭ রান। আগের ম্যাচে আফগানিস্তান করেছিল ১৫১। তাই আগের চেয়ে কম রানেই রশিদ খানের দলকে আটকে রাখলো বাংলাদেশ। এদিন আফগানদের পাওয়ার প্লেতে খুব বেশি রান তুলতে পারেনি। ৬ ওভারে ৩৫ রান করে। ষষ্ঠ ওভারের শেষ বলে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে দেন ইব্রাহিম জাদরান, তবে তিনি হাতে জমাতে না পারায় উইকেট পাওয়া হয়নি মোস্তাফিজের। ওপেনিং জুটিতে ওঠে ৫৫ রান। রিশাদ হোসেনের বলে লং অনে পারভেজের হাতে ক্যাচ দিয়েছেন সেদিকউল্লাহ আতাল। ২৩ রান করেন অতল।...