অবশেষে সংঘাতের প্রায় পাঁচ মাস পর ভূপাতিত করা পাকিস্তানি যুদ্ধবিমানের ধরণ ও মডেলের নাম প্রকাশ করলো ভারত। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির বিমান বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। তিনি এর আগে পাঁচটি যুদ্ধবিমান ও একটি সামরিক বিমান ধ্বংসের দাবি করেছিলেন। তবে এবারই প্রথম ভূপাতিত বিমানের মডেলের নাম প্রকাশ করলেন। অমরপ্রীত সিং বলেন, আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের কাছে একটি দূরপাল্লার হামলার প্রমাণ রয়েছে। পাশাপাশি আমাদের সিস্টেম তথ্য দিচ্ছে যে, উচ্চপ্রযুক্তির এফ-১৬ ও জেএফ-১৭ ক্লাসের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এফ-১৬ যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান আর জেএফ-১৭ পাকিস্তান নিজস্বভাবে চীনের সহায়তায় নির্মাণ করেছে। তবে ভারতের এই দাবির বিষয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পাকিস্তানের...