বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। নানা নাটকীয়তা শেষে মনোনয়ন প্রত্যাহার করেছেন ১৬ জন প্রার্থী। তাদেরই একজন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়কের নির্বাচন থেকে সরে যাওয়ায় আক্ষেপ দেখা গেছে কয়েকজন প্রার্থীর মাঝে। নির্বাচনী প্রস্তুতি আর কুশল বিনিময়ের জন্য শুক্রবার মিরপুর শের-ই-বাংলায় আসেন ক্লাব ক্যাটাগরির কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে ছিলেন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম নাভিন, লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান (বাদল), রূপগঞ্জ টাইগার্সের আদনান রহমান (দীপন), উত্তরার ফায়াজুর রহমান, প্রাইম ধলেশ্বরের আবুশ বাশার, ইয়াং পেগাসাসের একেএম আহসানুর রহমান মল্লিক রনি, এইস ওয়ারিয়র্সের রাকিব উদ্দিন এবং গোল্ডেন ইগলস স্পোর্টিং ক্লাবের মোখছেদুল কামাল। কয়েকজন প্রার্থী মুখোমুখি হয়েছেন সংবাদমাধ্যমের। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের কাউন্সিলর শানিয়ান তানিম বলেন, ‘নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি। শুরু থেকেই...