চলতি মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে হংকং। আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ফিরতি লেগে দুই দলের সাক্ষাত হবে ১৪ অক্টোবর, সেটি বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই দুটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে হংকং। দলে ৫ ফুটবলার আছেন যাদের জন্ম ব্রাজিলে। এই দলের মধ্যে আলোচিত নাম ডুডু। একসময় তার নেতৃত্বেই বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। দুজনেই একসাথে বেড়ে উঠেছেন সান্তোসের একাডেমিতে। গত বছর হংকংয়ের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় দুদুর। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক ম্যাথু এলিয়ট। নিউজিল্যান্ডের বংশোদ্ভূত এই ফরোয়ার্ড ২০২১ সাল থেকে ৪২ ম্যাচ খেলে করেছেন ১১ গোল। গোলরক্ষক: ইয়াপ হুং ফাই (অধিনায়ক), সি...