নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের মেয়েরা নিজেদের যাত্রা শুরু করল একতরফা জয় দিয়ে। আজ শুক্রবার (০৩ অক্টোবর) গৌহাটিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দেখাল তাদের পুরনো দাপট। আর দক্ষিণ আফ্রিকা ডুবে গেল ব্যাটিং বিপর্যয়ে, অলআউট মাত্র ৬৯ রানে। জবাবে ট্যামি বিউমন্ট ও অ্যামি জোন্সের নির্ভার ব্যাটিংয়ে ১০ উইকেটের অনায়াস জয় পায় ইংলিশ মেয়েরা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট শিভার-ব্রান্ট। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন তার বোলাররা। ম্যাচের শুরু থেকেই একে একে উইকেট হারাতে থাকে প্রোটিয়া ব্যাটাররা। পুরো দল গুটিয়ে যায় ২০.৪ ওভারে মাত্র ৬৯ রানে। একমাত্র সিনালো জাফটা কিছুটা প্রতিরোধ গড়েন। ২২ রানের ইনিংস খেলেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল ‘অতিরিক্ত’ ৮ রান!আরো পড়ুন:সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৪৮টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন ইংলিশ বোলাররা সমান তালে ভাগাভাগি...