মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণের জন্য রোববার সন্ধ্যা ৬টার (যুক্তরাষ্ট্র পূর্বাঞ্চলীয় সময়) মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছেন। নইলে হামাসের বিরুদ্ধে ‘অভূতপূর্ব সহিংসতা’ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, এটি হামাসের জন্য ‘শেষ সুযোগ’। তিনি সতর্ক করে বলেন, ‘চুক্তি না হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হবে অন্য উপায়ে।’ গত সোমবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরকালে ট্রাম্প পরিকল্পনার পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেন। এতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো রূপরেখা নেই, বরং হামাসকে গাজা শাসন থেকে সম্পূর্ণভাবে সরে যেতে বলা হয়েছে। এর বিনিময়ে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং ইসরাইল ১ হাজার ৪২০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। পরিকল্পনায় গাজাকে ‘সন্ত্রাসমুক্ত অঞ্চল’ হিসেবে পুনর্গঠনের কথা বলা হয়েছে...