আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, লুটপাটের সুযোগ থাকা প্রকল্প নিয়ে রাষ্ট্র, সরকার ও প্রশাসন মেতে থাকে। যেসব প্রকল্পে রাজনৈতিক দলগুলো লাভবান হয়, সেসব প্রকল্পে তদবির করা হয়। অথচ টেকসই উন্নয়ন প্রকল্প নিয়ে সরকার ও প্রশাসনের যথেষ্ট অনীহা রয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে বরিশালের মুলাদীতে চরকালেখান ইউনিয়নে জয়ন্তী নদী ভাঙন রোধে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, সরকারকে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে। দেশ ও জনগণের জন্য টেকসই উন্নয়নের ব্যবস্থা করতে হবে। যেই প্রকল্পে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, এলাকার উন্নয়ন হয়, কৃষকের পুনর্বাসন হয় সেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হলে এলাকাবাসীকে আতঙ্ক নিয়ে ঘুমাতে যেতে হবে না, আমাদের কৃষিজমি নদীতে হারিয়ে যাবে...