বরিশালে এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে তরিতরকারি ও সবজির দাম। বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের আগে কাঁচামরিচ খুচরা বাজারে ১৪০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে কাঁচামরিচ ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুক্রবার (৩ অক্টোবর) বরিশালের পাইকারি সবজির বাজার, বহুমুখী সিটি মার্কেট, বড়বাজার, পোর্ট রোড বাজার, বটতলা বাজার, নতুনবাজার, বাংলাবাজার, চৌমাথা বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। ব্যবসায়ীরা বলছেন, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের কারণ এবং পূজার ছুটিতে বর্ডার বন্ধ থাকায় সবজি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা যাচ্ছে না। যার ফলে সবজির মূল্যে প্রভাব পড়েছে। তবে পূজার ছুটি শেষে বর্ডার খুললে সবজির সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক হবে। নগরীর পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ গত সপ্তাহে পাইকারি বাজারে ১৬০ থেকে ১৮০ টাকা করে কেজি বিক্রি...