স্ট্রোক বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান বা অনিয়ন্ত্রিত জীবনযাত্রার পাশাপাশি এবার রক্তের গ্রুপকেও স্ট্রোকের ঝুঁকির সঙ্গে যুক্ত করেছেন গবেষকরা। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষের মধ্যে তুলনামূলকভাবে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। বিজ্ঞানীরা প্রায় কয়েক হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন— গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, বি বা ও গ্রুপের তুলনায় এ গ্রুপের রক্তধারীদের ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার প্রবণতা বেশি থাকে। গবেষকদের মতে, এ গ্রুপের রক্তে কিছু নির্দিষ্ট প্রোটিনের মাত্রা অন্যদের তুলনায় বেশি থাকে, যা রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ায়। এর ফলে হঠাৎ করে...