আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বামপন্থি রাজনৈতিক দলগুলো এক ছাতার নিচে আসার উদ্যোগ নিয়েছে। বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চ—এই দুই প্ল্যাটফর্ম ছাড়াও বাইরে থাকা কয়েকটি বাম ও প্রগতিশীল দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে। লক্ষ্য একটাই—ভোটে ও আন্দোলনে শক্ত অবস্থানতৈরিকরা। বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চ সম্প্রতি একাধিক বৈঠকে বসেছে। পাশাপাশি গণফোরাম, বাংলাদেশ জাসদ, সাম্যবাদী দল, ঐক্য ন্যাপ, ন্যাপ ভাসানীসহ আরও কিছু বাম ঘরানার দলকেও আলোচনায় টানা হচ্ছে। এসব বৈঠকে জাতীয় ঐকমত্য গড়ে তোলার পাশাপাশি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের রূপরেখা নিয়েও কথা হয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় বড় আকারে সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। এ সমাবেশে বাম-প্রগতিশীল ঘরানার রাজনৈতিক দল এবং চিন্তার মানুষকে এক মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজনৈতিক সমঝোতার পুরো চিত্র বোঝা যাবে আগামীজাতীয়সংসদ নির্বাচনের তফশিল...