০৩ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি নবী মুহাম্মদ (সা:) -এর প্রতি ভালোবাসা প্রকাশের উপর নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, এই দেশে ‘আই লাভ মোদি' (আমি মোদিকে ভালোবাসি) বলা গেলেও ‘ আই লাভ মুহাম্মদ’ বলা যায় না। উত্তরপ্রদেশে এই বিতর্ক শুরু হয় গত ৯ সেপ্টেম্বর। কানপুরের পুলিশ ২৪ জনের বিরুদ্ধে 'আই লাভ মুহাম্মদ' লেখা বোর্ড লাগানোর অভিযোগে মামলা দায়ের করলে বিতর্ক ও প্রতিবাদের ঝড় শুরু হয়। কিছু ব্যক্তির বিরুদ্ধে ঈদে মিলাদ-উন-নবীর মিছিলের সময় “আই লাভ মোহাম্মদ” লেখা বোর্ড লাগানোর অভিযোগে এফআইআর দায়ের হওয়ার বিষয়টি উল্লেখ করে হায়দ্রাবাদের লোকসভা সংসদ সদস্য ওয়েসি আশ্চার্য প্রকাশ করে বলেন, "এই দেশ কোন দিকে যাচ্ছে।" তিনি বৃহস্পতিবার একটি সভায় প্রশ্ন করেন, "এমনকি আমরা যদি আমাদের মসজিদেও...